ডেঙ্গু সচেতনতায় লিফলেট হাতে পৌরপ্রধান
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ডেঙ্গু সচেতনতার বার্তা প্রেরণ করতে লিফলেট সহ কাউন্সিলরদের সাথে নিয়ে পথে নামে গোবরডাঙার পৌরপ্রধান। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভা থেকে গোবরডাঙা কালিবাড়ি পর্যন্ত ডেঙ্গু সচেতনতায় পদযাত্রা করেন পৌরপ্রধান শংকর দত্ত। গোবরডাঙার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদেরকে সাথে নিয়ে গোবরডাঙার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেন। পথ চলতি সাধারন মানুষদের সচেতন করতে পৌর প্রধান লিফলেট বিলি করেন। ডেঙ্গু সচেতনতার বার্তা দেবার জন্য টোটোতে মাইক লাগিয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। প্রচার পর্বের পর পৌর প্রধান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার পাশাপাশি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, কোথাও জল জমতে দেবেন না। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে সহযোগিতা করুন। কোথাও জল জমে থাকলে তা ফেলে দিন। পৌরসভার স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে গিয়ে সার্ভে করে। কোনো সমস্যা হলে তাদের জানানোর আবেদন করেন এদিন পৌর নাগরিকদের কাছে।

















