Banner Top
 
ডাক বিভাগের মোবাইল পার্সেল পরিষেবা নিয়ে ‘মিট দি কাস্টমার’ বারাসাতে

দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ   ডাক ও তার বিভাগের পার্সেল অধিক মাত্রায় সংগ্রহের উদ্দ্যেশে বারাসাত কার্য্যালয়ে সম্প্রতি এক ‘মিট দি কাস্টমার’ অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনা জেলার কিছু ছোট-বড়-মাঝারী ব্যবসায়ী সহ সরকারী আধিকারীকদের পরামর্শ ও মতামত শোনেন স্থানীয় অধীক্ষ্যক অরুন কুমার দাস সহ আধিকারিকগণ। সরকারি তত্ত্বাবধানে বাড়ী বাড়ী থেকে পার্সেল সংগ্রহ করার জন্য সুবিধা ও অসুবিধা জানান। উল্লেখ্য, সম্প্রতি ফেব্রয়ারী মাসে হাবড়া, বসিরহাট ও বারাসাতে এই মোবাইল পার্সেল সংগ্রহের অভিযান শুরু হয়। গ্রাহকদের যাতায়াতের সময়, খরচ ও সর্বোপরি পরিশ্রম হ্রাস করাই এই পরিষেবার মূল উদ্দেশ্য বলে জানালেন অধিক্ষ্যক অরুন কুমার দাস।       

Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment