ডাক বিভাগের ফিলাটেলী ক্লাব উদ্বোধন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ডাক বিভাগের স্ট্যাম্প সংগ্রহের উদ্দেশ্যে বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ফিলাটেলী বিষয়ে আরও সচেতনতার জন্য দিল্লী পাবলিক স্কুল, বারাসাতে ক্লাবের উদ্বোধন হয়। প্রাথমিকভাবে ২৬ জন পড়ুয়ারা এই ক্লাবের সদস্য হয়ে ডিপোজিট একাউন্ট খোলেন। অনলাইনে ও সোস্যাল মিডিয়ার বাড় বাড়ন্তে হারিয়ে যাওয়া সময়টিকে ফিরিয়ে আনতে স্ট্যাম্প সংগ্রহের এই প্রাচীন অভ্যাসটি জীবন গড়ার ক্ষেত্রে গঠন মূলক ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তারা অনুভব করেন বলে জানা যায়। উপস্থিত ছিলেন বারাসাত বিভাগীয় সুপারিন্টেন্ডেন্ট ভূপাল মজুমদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র ঘোষ সহ অধ্যক্ষ সুনীতা ঘোষ মজুমদার ও শিক্ষক শিক্ষিকা সহ ডাক বিভাগের আধিকারিকবৃন্দ।

















