ডাক চৌপাল অনুষ্ঠানে পুরষ্কার ধান্যকুড়িয়ায়
দাবদাহ লাইভ, বসিরহাট, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত ডাক অফিসের উদ্দ্যোগে ধান্যকুড়িয়া গাইন বাড়ীতে ডাক চৌপাল অনুষ্ঠান সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোষ্টমাষ্টার জেনারেল অশোক কুমার সহ জেলার বাদুড়ীয়া মহকুমার বিভাগীয় পুলিশ আধিকারিক রাজেশ মিশ্র প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। ডাক ব্যবস্থার প্রচার ও আরও জনমুখী গড়ে তোলার উদ্দেশ্যে এই ডাক চৌপাল অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
ডাক চৌপাল অনুষ্ঠানে পুরষ্কার ধান্যকুড়িয়ায়
0%

















