ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘটে সামিল
দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে হাসপাতালে হাসপাতালে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় বলে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস ও নার্সেস শাখার সম্পাদিকা ভাস্বতি মুখার্জী এক যৌথ বিবৃতিতে জানান। উল্লেখ্য, হাসপাতালের সুইপার, গ্রুপ ডি, নার্স ডাক্তারের শূন্য পদ পূরণ ও অস্থায়ী কার্মীদের স্থায়ীকরণের দাবী সহ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আহুত ধর্মঘটের সমর্থনে রাজ্যজুড়ে হাসপাতালে হাসপাতালে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা সভা করেন। কেন্দ্রীয়ভাবে কলকাতা মেডিকেল কলেজে সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটির সদস্য ও সমর্থক সহ ৫০০র উপর চিকিৎসক- নার্স- স্বাস্থ্যকর্মী দের জমায়েতে জরুরী বিভাগের সামনে সভার পর একটি বর্ণাঢ্য মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় পযর্ন্ত পরিক্রমা করে। আরও উল্লেখ্য, দাবি না মানলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন।








