ডাক্তারের গাফিলতিতে সঙ্কটাপন্ন প্রসূতি চিকিৎসাধীন
দাবদাহ লাইভ, রাণাঘাট, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ গর্ভস্থ বাচ্চার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নদীয়ার রানাঘাট, ভাঙচুর করা হয় নার্সিংহোম, ঘটনাস্থলে পুলিশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল রানাঘাটের একটি নার্সিংহোমের ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় রোগীর বাড়ির আত্মীয়রা ভাঙচুর চালায় নার্সিংহোমে। অভিযোগ ডাক্তার অনুপম বিশ্বাসের গাফিলতিতে মৃত্যু হয়েছে গর্ভস্থ বাচ্চার। উল্লেখ্য, রানাঘাট ১২নম্বর ওয়ার্ডের প্রসূতি পূজা রায়ের গর্ভস্থ বাচ্চার মৃত্যু হয়েছে বেশ কয়েকমাস আগে। কিন্তু ডাক্তার অনুপম বিশ্বাস বার বার পরীক্ষা করা সত্ত্বেও তিনি তা বলেননি। প্রসূতির পেটে ব্যাথা হওয়ার কারণে আলট্রা-সনোগ্রাফি করা হলে দেখা যায় গর্ভস্থ অবস্থায় অনেক আগেই মৃত্যু হয়েছে বাচ্চার। এরপর মৃত বাচ্চা গর্ভ থেকে বের করা হয়। বর্তমানে পূজা রায় সংকটজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা। নার্সিংহোমে ভাঙচুর চালানো ও অভিযুক্ত চিকিৎসককে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রোগীর বাড়ির তরফে কোন অভিযোগ করা হয়নি পুলিশের কাছে।

















