ডাকঘরের আড্ডা বারাসাত নীলদর্পণ কক্ষে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ভারতীয় ডাক বিভাগ বারাসাত বিভাগীয় শাখার উদ্যোগে ডাক কমিউনিটি উন্নয়ন কর্মসূচীর অঙ্গ হিসাবে ‘ডাক ঘরের আড্ডা’ পশ্চিমবঙ্গ সার্কেল পোষ্টমাষ্টার জেনারেল নীরজ কুমার প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন। মূলত সামাজিক অর্থ নৈতিক কাঠামো সহ মহিলাদের সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে সার্বিক উন্নয়ন ঘটানোই এই কর্মসূচীর মূল উদ্দেশ্য বলে জানা যায়। স্বল্পসময়ে ডাক জীবন বীমা সহ সুকন্যা সমৃদ্ধি মহিলা সম্মান, দুয়ারে পার্সেল বুকিং, ফিলাটেলী ও আধার পরিষেবা নিয়ে এই আড্ডা বলে জানা যায়। উপস্থিত ছিলেন অভিনেতা রজতাভ দত্ত, রাহুল ব্যানার্জী, বারাসাত উপ-পৌর প্রধান তাপস দাশগুপ্ত, কিশলয়ের সুপার কৌশিক চট্টোপাধ্যায় ও বারাসাত ডাক বিভাগের অধীক্ষক ভূপাল মজুমদার।

















