ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা, ধৃত ৪
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সূত্রের ভিত্তিতে আরপিএফ ও জিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রেন থেকে বিপুল পরিমান গাঁজা সহ ৪ জন যুবককে গ্রেফতার করে। পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগের অধীনস্থ নৈহাটি রেল স্টেশনের ঘটনা। রেল পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উত্তরবঙ্গ থেকে আসা ‘হাটে বাজারে এক্সপ্রেস’ নৈহাটি স্টেশনে পৌঁছানো মাত্রই আরপিএফ ও জিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। ট্রেনের মধ্যে থাকা চারজন যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাঁদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু একেবারে চড়কগাছ পুলিশের। এরপর ব্যাগ সহ ওই ৪ জন যুবককে আটক করে নৈহাটি প্ল্যাটফর্মে নামায় রেল পুলিশ। তাঁদের ব্যাগ থেকে উদ্ধার হয় ৭৭.৮৫ কেজি গাঁজা। যার বর্তমান বাজার মূল্য ১১,৬৭,৭৫০ টাকা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরপিএফ এর আধিকারিক পারভিন কুমার গুপ্তা জানান, সূত্র অনুযায়ী এদিন হাটে বাজারে এক্সপ্রেসের কামরায় জিআরপিএফ এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালায়। আরপিএফ গাঁজা সহ চারজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁরা জানতে পারে ওই চার যুবক পশ্চিবঙ্গের বাসিন্দা। তাঁরা ওই গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা সহ ধৃত সহদেব দাস, কৌশিক হালদার, অভেদ মন্ডল, অর্ঘ্য ঘোষ নামে ওই চার যুবককে নৈহাটির জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় আরপিএফ এর পক্ষ থেকে। নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট (এনডিপিএস) এর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে জিআরপি। ধৃতরা ওই বিপুল পরিমান গাঁজা কোথা থেকে পেয়েছে, কোথায়ই বা নিয়ে যাচ্ছিল, তাঁদের সাথে আর কে কিভাবে যুক্ত আছে- সম্পূর্ণটা খতিয়ে দেখছে জিআরপি।
ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা, ধৃত ৪
0%













