দুর্ঘটনায় মহিলার মৃত্যু
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পশ্চিম মেদিনীপুর: যাত্রিবাহী ট্রেকার উল্টে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার তেমাথানি মকরামপুর গ্রাম সড়কের বিরবিরা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে সবং এর তেমাথানী থেকে মকরামপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই ট্রেকার। ট্রেকারটির পিছনে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি যাত্রী বোঝাই বাস। বিরবীরা এলাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রেকারটিকে। বাসের ধাক্কায় ট্রেকারটি রাস্তা থেকে ছিটকে গিয়ে বেশ কিছুটা দূরে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন অঙ্গনওয়ারী কর্মী।আহত হন কমপক্ষে ছয় জন। তাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর। স্থানীয় মানুষ ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেকার থেকে যাত্রীদের উদ্ধার করেন এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যান মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে গুরুতর আহত যাত্রীদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান বাস ও ট্রেকারের রেষারেষির কারনেই এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনায় মৃতা মহিলার নাম গীতা নায়েক কোলে।বয়স বিয়াল্লিশ বছর। তিনি মকরামপুরের মহুলডাঙ্গা অঙ্গনওয়ারী কেন্দ্রের একজন কর্মী। বাড়ি নারায়ণগড় থানার গ্রামরাজ পঞ্চায়েত এলাকার বড় কলংকাই গ্রামে। দুটি গাড়ীকেই আটক করেছে পুলিশ।

















