টোটোয় অপহরণের অভিযোগে পুলিশি তদন্ত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ নিজের বুদ্বির জোরে বাচলো এক ইষ্কুল ছাত্রী। 12 বছরের ছাত্রীর সাথে এই ঘটনা ঘটেছে গোসাইপুর বাগডোগরাতে। জানা গিয়েছে, বাগডোগরার গোঁসাইপুরের এক বেসরকারি স্কুলের ছাত্রী টোটোতে করে বাড়ি ফিরছিল। অভিযোগ, টোটোতে বসতেই চোখে মুখে কাপড় বেঁধে অচৈতন্য করে ছাত্রীকে অপহরণ করে দুই দুষ্কৃতি। এরপর চোখ খোলার পর সে দেখতে পায় কোনো এক অন্ধকার ঘরে তাকে রাখা হয়েছে। ছুড়ি দেখিয়ে তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সাহস দেখিয়ে দুষ্কৃতিদের হাতে কামড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে সেই ছাত্রী। এরপর পথচলতি মানুষদের সহায়তায় ঘরে ফেরে সে। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে ছাত্রী ও তার পরিবার। গোটা বিষয়টি জানিয়ে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ।








