জ্যোতি ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা
দাবদাহ লাইভ, বারাসাত, নীতিবিকাশ ঘোষঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে জ্যোতি ফাউন্ডেশন সম্প্রতি শিশু-কিশোরদের শিক্ষণ সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সমাজের গণ্যমান্যদিগকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।
বারাসাত পৌরসভার ২৮নং ওয়ার্ড কাউন্সিলর চৈতালী ভট্টাচার্যকে সংবর্ধনা দিচ্ছেন কোষাধক্ষ্য ডক্টর শান্তনু মন্ডল।
বিশর পাড়া উত্তর দমদম সোস্যাল ওয়েলফেয়ার এ্যান্ড সেল্ফ হেল্প অর্গানাইজেশন এর সভাপতি নির্মল সরকার কে সংবর্ধনা করছেন ফাউন্ডেশনের মেম্বার শ্রাবনী হালদার।
বিশর পাড়া উত্তর দমদম সোস্যাল ওয়েলফেয়ার এ্যান্ড সেল্ফ হেল্প অর্গানাইজেশনেরর সম্পাদক অনুতোষ সেনগুপ্তকে সংবর্ধনা করছেন ফাউন্ডেশনের মেম্বার শ্রাবনী হালদার।
বারাসাত বীণাপানি হাই স্কুলের ইতিহাস টিচার অনিন্দিতা দাসকে সংবর্ধনা দিচ্ছেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার সুমিত্রা পাল।
দমদম পরশমনি ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক ইন্দ্রজিৎ সাহাকে সংবর্ধনা দিচ্ছেন ফাউন্ডেশনের সেক্রেটারি গীতিকা দে।
দমদম পরশমনি ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি পপি করকে সংবর্ধনা দিচ্ছেন।
অতিথি শান্তনু পাঁজা কে সংবর্ধনা দিচ্ছেন মেম্বার অনিন্দিতা রায় সমাঝদার।








