জোট করেও শেষ রক্ষা হলো না রাম- বামের
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের পার্বতীপুর রবিদাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল রবিবার। এই ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে ‘ সমবায় বাঁচাও মঞ্চ ‘ নামে জোট করেছিল বাম এবং বিজেপি। সকাল ৯টা থেকে শুরু হয় নির্বাচন। মোট আসন ছিল ৪৮টি। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪৮ টি আসনে প্রার্থী দিলেও ‘সমবায় বাঁচাও মঞ্চ’ ৪১টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। যদিও বাম এবং বিজেপি এই দুই শিবিরেরই বক্তব্য ছিল এটা কোনও জোট নয়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাম-বিজেপির জোটকে গোহারা হারাল তৃণমূল কংগ্রেস। এরফলে দুই দলেরই মুখ পুড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এমন হার প্রভাব ফেলবে ভোটবাক্সে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিরোধী জোট। তার জেরে বিরোধী শূন্য হয়ে গেল সমবায় সমিতি। এই পরাজয় মেনে নিতে পারছেন না বাম-বিজেপি জোটের নেতারা। বরং তাঁরা এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন।








