জেলা লোকশিল্পীদের কর্মশালা রবীন্দ্র ভবনে
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ উত্তর ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্দ্যোগে আধিবাসী ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে লোকশিল্পী কর্মশালা আজ রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বর্ণমালা রায় সহ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল ও তথ্য আধিকারিক প্রসেনজিত মন্ডল। রাজ্য সরকারের প্রভূত প্রকল্প নিয়ে গান লেখা ও সুর দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার নিবেদন জানালেন আধিকারিক পল্লব পাল। বাল্য বিবাহ নিয়ে গান লেখা ও সুর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন এই জেলার লোকশিল্পীদের কাছে জেলার কন্যাশ্রী ও রুপশ্রীর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বর্ণমালা রায়।
















