ভারতীয় জনতা মজদুর সম্মেলন উত্তর মুর্শিদাবাদ জেলা
দাবদাহ লাইভ, মুর্শি দাবাদ, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা মজদুর সেল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জী রোড সংলগ্ন এলাকায়। ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন মজদুর সেল কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন মজদুর সেল বিজেএমসির রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জি, উত্তর কলকাতা জেলা বিজেএমসির সভাপতি রাজু আঙ্গার, মুর্শিদাবাদ উত্তর জেলা বিজেএমসির সভাপতি নিপেন ঘোষ, মুর্শিদাবাদ উত্তর জেলা বিজেএমসির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় দাস, মুর্শিদাবাদ জেলা বিজেএমসির জিএস চিরঞ্জীত ভাস্কর, জেলা বিজেএমসির সেক্রেটারি পীযূষ দাস সহ ভারতীয় জনতা পার্টি শ্রমিক সংগঠন মজদুর সেল বিজেএমসির কর্মী নেতৃবৃন্দরা। এই দিন শুরুতেই রঘুনাথগঞ্জ বিজেপি জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিজেএমসি রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার বিড়ি শ্রমিক ও রাজমিস্ত্রি শ্রমিকদেরকে পশ্চিমবাংলা সরকার বঞ্চিত করে রেখেছে। জেলা প্রশাসনকে জানিয়ে গেলাম বিড়ি শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক, স্ট্রীট ভেন্ডার শ্রমিক ও হকারদের জন্য সেন্ট্রাল গর্ভমেন্টের টাকা আসছে; সেই টাকার নির্দিষ্ট খাতের হিসাব দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। তিনি আরও জানান ডিসেম্বরে শ্রমিকরা ডি এম অফিস ঘেরাও করবে। শুরুতেই বিশিষ্ট অতিথিদের হাতে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। একে একে বক্তব্যও রাখেন।








