Banner Top

জেলা বিশেষ কন্যাশ্রী পুরস্কারে মনোনীত

                   দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ  সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দ প্ত রের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালিত হয়। ইতিমধ্যেই রাজ্যর মধ্যে এই জেলা এই প্রকল্পের সার্বিক রূপদানের জন্য বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।  জেলা স্তরের অনুষ্ঠানটি বেলা ১ টায় উত্তর ২৪ পরগণা জেলার বারাসত রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে জেলার কন্যাশ্রী মেয়েদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন বিদ্যালয়কে এই প্রকল্পের সার্বিক রূপদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়।

জেলা বিশেষ কন্যাশ্রী পুরস্কারে মনোনীত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment