জেলা বইমেলা বারুইপুরে
দক্ষিণ চব্বিশ পরগনাও পিছিয়ে নেই জেলা বইমেলায়
দাবদাহ লাইভ, কোলকাতা, শুভদীপ রায়ঃ ২৮ তম জেলা বইমেলায় দক্ষিণ চব্বিশ পরগনাও এগিয়ে রয়েছে স্বমহিমায়। বারুইপুরে আয়োজিত এই বইমেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন মহলের গুণীজন। শিশুসাহিত্যের জন্যেও ছিল একটি বিশেষ দিন। মেলায় উপস্থিত ছিলেন কবি সৌমিত বসু , আলোচক কবি অবশেষ দাস, কবি হাননান আহসান, উত্থানপদ বিজলী, সাকিল আহমেদ, সুখেন্দু মজুমদার, রফিক উল ইসলাম, অপূর্ব কুমার কুন্ডু, আনসার উল হক, কল্পনা ভট্টাচার্য, সমর পাল, উৎপলকুমার ধারা, নির্মল করণ, প্রণবকুমার পাল, কবি রিয়াদ হায়দার, সুনীল কুমার পুরকাইত, কবি ভাগ্যধর বৈদ্য, সুমঙ্গল দে প্রমুখ। সাহিত্য চর্চায় দক্ষিণ চব্বিশ পরগনা যে পিছিয়ে নেই সেই চিত্রটি ধরা পড়েছে বর্ষিয়ান লেখক থেকে অনালোকিত ও অনালোচিত অনেক কবিদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে। আলোচনা, কবিতাপাঠ ও মিলন সম্মেলনে ছিল উদ্যোক্তাদের আন্তরিক আহ্বানের ছাপ। কর্তৃপক্ষ জানিয়েছেন বই হোক আত্মার উন্মিলন।
হালতু বইমেলা -২০২২














