জেলা প্রাথমিক সংসদ ভবনে অবস্থান বিক্ষোভ
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। অবস্থান বিক্ষোভের পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল একটি স্মারকলিপি। ২০১৭ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও চাকরি রক্ষার্থে বুধবার মালদা শহর জুড়ে মিছিল করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মালদা জেলা কমিটির সদস্যরা জমায়েত হয় অতুল চন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে। সংসদ ভবনের নিচে তারা অবস্থান-বিক্ষোভে বসেন। দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভের পর ২০১৭ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও চাকরি রক্ষার্থে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের হাতে।








