জেলা দুর্গা পুজো কার্ণিভাল বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলা সদর বারাসাতে এবছরের দুর্গা পুজো কার্ণিভাল সম্প্রতি অনুষ্ঠিত হয়। উদ্বোধনে উপস্থিত জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, স্থানীয় এস পি প্রতীক্ষা ঝাড়খাড়িয়া ও স্থানীয় জেলা বিধায়কগণ সহ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয় জেলার যশোর রোড ও টাকি রোডের সংযোগ স্থলে। বিগত বছরের তুলনায় এবারের অনুষ্ঠানে তেমন প্রাণ পাওয়া যায় নি বলে বহু বিশ্লেষক অভিমত ব্যক্ত করেছেন। সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বতঃস্ফর্তির অভাব পরিলক্ষিত হয়।
নিউজ এক ঝলকে
জেলা দুর্গা পুজো কার্ণিভাল বারাসাতে
0%

















