জেলা খাদি মেলা মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, বারাসাত, ইন্দ্রানী সেনগুপ্তঃ উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামে সম্প্রতি শুরু হয়েছে জেলা খাদি মেলা। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন একে একে উপস্থিত সকলে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা। উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি ও বিধায়ক কল্লোল খাঁ, মন্ত্রী রথীন ঘোষ, জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, আরাক্ষাধীক্ষক ভাস্কর মুখার্জী, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, সহ সভাধিপতি বীণা মণ্ডল, বিধায়ক চিরঞ্জীত চক্রবর্তী, পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক নিমাই চাঁদ হালদার, মহকুমা শাসক সোমা সাউ, সভাপতি মনোয়ারা বিবি সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ।













