Banner Top

গণ অবস্থান ও সমাবেশের ডাক

বারাসাত শহরে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল

 দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর ২৪ জেলা শাখা এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বারাসাত পরিক্রমা করে। পরে জেলা পরিদর্শকের কাছে ১৫ দফা দাবী পেশ করে। অনৈতিকভাবে শিক্ষক বদলি সহ শূণ্য পদে নিয়োগ, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, প্রধান শিক্ষক নিয়োগ ও অবসরের সাথে সাথে পেনশন প্রভৃতি। এই দাবীগুলির ভিত্তিতে ২৩শে জুন গণ অবস্থান ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানান সভাপতি সত্যজিৎ সরকার।       

Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment