জেলায় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন
সোদপুরে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটল
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার সোদপুরে নবনির্মিত জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটল উদ্বোধন করেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অপর সাংসদ সহ মন্ত্রী ও বিধায়কগণ। জেলার সভাধিপতিও উপস্থিত ছিলেন। চিকিৎসার মূল অর্থ সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা এবং ধৈর্য। বাংলায় লাল দুর্গ ভেঙে সরকার স্বাস্থ্যে আমূল পরিবর্তন এনেছে বলে জানালেন অভিষেক। সরকারি-বেসরকারি মিলিয়ে ৩৮টি মেডিক্যাল কলেজ, সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, সুস্বাস্থ্য কেন্দ্র, এসএনসিইউ, এসএনএসইউ, সিসিইউ, এইচডিইউ, মাদার অ্যান্ড চাইল্ড হাব, মাদার ওয়েটিং হাট, কর্ড ব্লাড ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক করা হয়েছে স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে। বর্তমান ছাত্ররা সুস্বাস্থ্য সমাজ গঠনের আগামী ভবিষ্যৎ। আদর্শ শিক্ষায় সুপ্রতিষ্ঠিত হয়ে আগামীতে যাতে নিখুঁত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে সক্ষম হয় সেই দিকেও আলোকপাতের উদ্দেশ্যে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বাংলায় বিজেপি এবং সিপিআইএম বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত বলেও নাম না করে অভিষেকের মন্তব্যে ধরা পড়ে। ঘৃণার আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাক বাংলা- সেই চক্রান্তের প্রতিরোধ করতে প্রস্তুত বাংলা বলেও জানা যায়। বাংলার জনগণের উপর কখনও আঘাত আসতে দেব না বলে স্বীকারোক্তি। উল্লেখ্য, চিকিৎসা জগতে এক ভিন্নতা মানসিকতা বোধ জাগাতে জগন্নাথ গুপ্ত উদ্যোগী বলে জানা যায়। এই উদ্দ্যেশ্যে ১২০০ বেডের হাসপাতাল সহ ২০০ মেডিক্যাল ছাত্র পড়ানোর মাধ্যমে ডাক্তার তৈরীর প্রতিশ্রুতিবদ্ধ জগন্নাথ গুপ্ত বলে জানা যায়।

















