জেলায় বিনাভোটে ২ টি অঞ্চল তৃণমূলের দখলে
দাবদাহ লাইভ, বসির হাট, নিজস্ব সংবাদদাতাঃ মিষ্টিমুখ আবির খেলা জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে গ্রামবাসীরা তৃণমূলের বিজয় মিছিল বের করল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া-২ ব্লকের বকজুরি গ্রাম পঞ্চায়েতের ২৩ টি গ্রাম সভা ও ৩ টি পঞ্চায়েত সমিতির আসন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। পাশাপাশি মিনাখা ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম সভা সহ ৩ টি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ ঘোষের নেতৃত্বে এই অঞ্চল বলে জানা যায়। বিরোধীরা কোন প্রার্থী দেয়নি। অন্যদিকে হাড়োয়া দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী খালেক মোল্লা বলেন, যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ পরিষেবা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম প্রকল্প সুবিধা পেয়েছে যেমন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, মৎস্যজীবী কার্ড যেভাবে পরিষেবা পেয়েছে উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। বিরোধীরা এখানে তাদের প্রার্থী খুঁজে পাইনি। এই দুটি অঞ্চল সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সবুজ আবির খেলা মিষ্টিমুখ জয়ী প্রার্থীদের মালা পরিয়ে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। আগামী পাঁচ বছরের জন্য যেভাবে বিগত দিনে মানুষের পরিষেবা দিয়ে গেছি সেইভাবে আমরা কাজ করে যাব বলে আশাবাদী।








