জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু
দাবদাহ লাইভ, বসির হাট, হরিগোপাল দত্তঃ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় মিনাখাঁ ও মাটিয়া থানায় এক কম্পানি বিএসএফ নামল। বাসন্তী হাইওয়েতে চৈতাল মালঞ্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে মাটিয়া থানার টাকি রোডে রুট মার্চ শুরু করলো ইতিমধ্যে এক বিএসএফ নামানো হয়েছে বসিরহাট রুট পুলিশ জেলায়। যেসব অতি স্পর্শকাতর জায়গা রয়েছে মিনাখা ব্লকে বিশেষ নজর রয়েছে আধা সেনার। অন্যদিকে বসিরহাট উত্তর বিধানসভার টাকি রোডের মাটিয়া অঞ্চলে রাজ্য সড়ক ২ আধা সেনার টহল শুরু হয়েছে। একদিকে পথ চলতি মানুষ অন্যদিকে সাধারণ ভোটারদের সুনিশ্চিত নিরাপত্তা নির্ভয়ে ভোটার কেন্দ্রে যাওয়া সবটাই নিশ্চিত করছে বিএসএফের জওয়ানরা।, এদিন মাটিয়া থানার পুলিশ আধিকারিক তাপস ঘোষের নেতৃত্বে টাকি রোডে টহল শুরু করেছে আধা সেনা অন্যদিকে মিনাখা পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের নেতৃত্বে মালঞ্চ বাসন্তী আইওতে রুট মার্চ শুরু করেছে বাহিনী। ইতিমধ্যে কেন্দ্র বাহিনী নিয়ে মুখ খুলেছে শাসকদলের নেতা নেত্রীরা,। ভোট প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী এসকেন্দার গাজী তিনি বলেন ,একুশের নির্বাচনে দেখেছেন কিভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে ব্যাপক আসনে। এবারে তার পুনরাবৃত্তি ঘটবে, শুধু সময়ের অপেক্ষা।সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে ভোট দেবে উন্নয়নের পক্ষে ভোট দেবে।








