জুয়ার ঠেকে হানা, আটক ৪
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ গোপন তথ্যের ভিত্তিতে জুয়ার ঠেকে হানা দিয়ে ৪ জনকে আটক করে মিনাখাঁ থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত ধুতুরদহ এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুতুরদহ এলাকায় থাকা একটি চায়ের দোকানে প্রায়শই বসে জুয়ার ঠেক। যার জেরে এলাকায় ঘটতো নানান অসামাজিক কাজকর্ম। এ ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সংসারে সৃষ্টি হয়েছিল অশান্তির বাতাবরণ। এমন অভিযোগ প্রায়শই আসতে শুরু করে থানায়। যা নিয়ে চিন্তিত ছিল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ ওই স্থানে পুনরায় বসে জুয়ার ঠেক। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মিনাখাঁ থানার পুলিশ। এরপর ওই দোকানে হানা দিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। উদ্ধার হয় ১৪ হাজার টাকা। ধৃতদের দুজনের বাড়ি মিনাখাঁ থানা এলাকায়, বাকি দুজন দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। ধৃতদের শুক্রবার বসিরহাট আদালতে পেশ করা হয় মিনাখাঁ থানার পক্ষ থেকে।

















