জিটিএ বোর্ড দখলে পাহাড়ে খুশির হাওয়া

পাহাড়ে খুশির হাওয়া অনিত থাপার দলে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জিটিএ নির্বাচনে ২৭ টি আসনে জয়লাভ করে বোর্ড গঠন করতে পেরে খুশির হাওয়া পাহাড়ের রাজনৈতিক দল অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কর্মী ও সমর্থকদের মধ্যে। জিটিএ নির্বাচনে ভালো ফল করায় এদিন অনিত থাপাকে খাদা পরিয়ে শুভেচ্ছা জানাল তার দলের কর্মী ও সমর্থকরা
0%









