জাতীয় টেনিস টুর্ণামেন্ট রায়গজ্ঞে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ তৃতীয় জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টর উদ্বোধন হল রায়গঞ্জে। এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। তিনি জানান এই প্রতিযোগীতায় উদ্বোধন করে ভালো লাগছে। উত্তরবঙ্গের টেবিল টেনিসের জন্য বিখ্যাত। আর এই সব প্রতিযোগিতা থেকেই উঠে আসে আগামীদিনের ভবিষ্যত। আমাদের চেষ্টা থাকবে যাতে ভবিষ্যতের খেলোয়ারদের যত্ন নেওয়া হয়। একের পর এক খেলোয়ার উত্তরবঙ্গ উপহার দিয়েছে ভারতবর্ষকে। আগামীতেও নেবে বলে দাবী করেছেন মান্তু ঘোষ। এদিন উপস্থিত ছিলেন সুব্রত রায় এবং প্রাক্তন বিশিষ্ট খেলোয়ারেরা।
জাতীয় টেনিস টুর্ণামেন্ট রায়গজ্ঞে
95%








