আবার অর্থনৈতিক সমস্যা

আবার অর্থনৈতিক সমস্যা দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ প্রতিবছর জুন মাসের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গের জাতীয় উদ্যান গুলিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে। সেইমতো এই বছরও উত্তরবঙ্গের জাতীয় উদ্যান গুলি বন্ধ রয়েছে। পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে এই সময়, বন্য জন্তুর প্রজনন কাল হওয়ায় বর্ষাকালের সময় বন্ধ থাকে উত্তর বঙ্গের জাতীয় উদ্যান গুলি।একমাত্র পর্যটকদের খোলা থাকে গরুমারা মেদলা ওয়াচ টাওয়ার। পর্যটকদের কথা ভেবে গরুমারা ওয়াচ টাওয়ার খোলা রাখা হয়। তবে এখানেও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হল, তিন মাস বাদে খুলবে গরুমারা ওয়াচ টাওয়ার। পশু পাখিদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার বিশেষ আকর্ষণ গরুর গাড়ি ও মোষের গাড়ি করে জঙ্গল পরিভ্রমণ। এই কারণে দূর-দূরান্ত থেকে পর্যটক গরুমারা ওয়াচ টাওয়ারে বেড়াতে আসেন। মোষের গাড়ি করে জঙ্গল পরিভ্রমণের মজাই আলাদা,মোট নয়টি মোষের গাড়ি রয়েছে। পর্যটকদের যেমন মুখ ভার, তেমন মোষের গাড়ি চালকদের। তারা জানিয়েছেন করোনার সময় দীর্ঘদিন বন্ধ ছিল এই পর্যটন কেন্দ্র। না চালাতে চালাতে মোষের গাড়ি গুলি অকেজো হয়ে পড়েছিল। অনেক কষ্টে সেগুলো মেরামতি করেছেন। আবার বন্ধ হয়ে গেল ওয়াচ টাওয়ার তিনমাসের জন্য স্বাভাবিকভাবেই আবারও তারা অর্থনৈতিক সমস্যায় পড়বেন।
ওয়াচ টাওয়ার বন্ধ
প্রতিবছর জুন মাসের মাঝামাঝি থেকে উত্তরবঙ্গের জাতীয় উদ্যান গুলিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে। সেইমতো এই বছরও উত্তরবঙ্গের জাতীয় উদ্যান গুলি বন্ধ রয়েছে। পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে এই সময়, বন্য জন্তুর প্রজনন কাল হওয়ায় বর্ষাকালের সময় বন্ধ থাকে উত্তর বঙ্গের জাতীয় উদ্যান গুলি।একমাত্র পর্যটকদের খোলা থাকে গরুমারা মেদলা ওয়াচ টাওয়ার। পর্যটকদের কথা ভেবে গরুমারা ওয়াচ টাওয়ার খোলা রাখা হয়। তবে এখানেও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হল, তিন মাস বাদে খুলবে গরুমারা ওয়াচ টাওয়ার। পশু পাখিদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার বিশেষ আকর্ষণ গরুর গাড়ি ও মোষের গাড়ি করে জঙ্গল পরিভ্রমণ। এই কারণে দূর-দূরান্ত থেকে পর্যটক গরুমারা ওয়াচ টাওয়ারে বেড়াতে আসেন। মোষের গাড়ি করে জঙ্গল পরিভ্রমণের মজাই আলাদা,মোট নয়টি মোষের গাড়ি রয়েছে। পর্যটকদের যেমন মুখ ভার, তেমন মোষের গাড়ি চালকদের। তারা জানিয়েছেন করোনার সময় দীর্ঘদিন বন্ধ ছিল এই পর্যটন কেন্দ্র। না চালাতে চালাতে মোষের গাড়ি গুলি অকেজো হয়ে পড়েছিল। অনেক কষ্টে সেগুলো মেরামতি করেছেন। আবার বন্ধ হয়ে গেল ওয়াচ টাওয়ার তিনমাসের জন্য স্বাভাবিকভাবেই আবারও তারা অর্থনৈতিক সমস্যায় পড়বেন।







