জমির নামে টাকা হাতানোর অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইত: জায়গা দেওয়ার নামে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। টাকা ও জমি না পেয়ে অবশেষে থানার দ্বারস্থ হলেন মহিলা স্বাস্থ্য কর্মী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচখুরি ৬ নম্বর অঞ্চলের মহারাজপুর এলাকায়। উল্লেখ্য, পাঁচখুরি ৬ নম্বর অঞ্চলের মহারাজপুর এলাকার উপপ্রধান শেখ আনসার উদ্দিনের কাছে জমির খোঁজে যান মেদিনীপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে কর্মরতা রেখা পান্ডে। সেইমতো একটি জায়গা রেখা পাণ্ডেকে দেখান উপপ্রধান। জায়গাটি পছন্দও হয়। রেখা পাণ্ডের দাবি, চুক্তি অনুযায়ী নগদ এবং অনলাইনের মাধ্যমে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা উপপ্রধানকে দেন তিনি। কিন্তু পরবর্তীকালে ওই মহিলা জানতে পারেন, যে জমিটি তিনি দেখে এসেছিলেন সেই জমিটির কথাই চুক্তিপত্রে নেই; রয়েছে অন্য দাগ নম্বর। চুক্তিতে যে জমির উল্লেখ রয়েছে সেটি রেখাদেবীর পছন্দ নয়। এরপরই টাকা ফেরত্ চান তিনি। অভিযোগ, টাকা ফেরত্ দিতে অস্বীকার করে উপপ্রধান।রেখাদেবীর অভিযোগ, ”আমি পুলিশকে বিষয়টি জানাবো বলায় উপপ্রধান পাল্টা হুমকি দিয়ে বলেন, আমি এখানকার বড় বিচারপতি; কোনও পুলিশ আদালত কিছু মানি না।” মহিলার অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে কুপ্রস্তাবও দেয় উপপ্রধান। প্রতিবাদ করায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে মহিলার ফোন নম্বরও ব্লক করে দেন উপপ্রধান। অবশেষে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।













