Banner Top
জমজমাট দশহারা ও গঙ্গা পুজো          দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ  হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলশডিহি মহাকালীদহ মধ্য জয়পুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী তফশিলী জাতীয় মানুষের বসবাস। পূর্ব,পশ্চিম, মধ্য,মালিক পাড়ার বাসিন্দারা কলশডিহি স্পোটিং ক্লাব, কলশডিহি কালীমাতা, মধ্য জয়পুর নেতাজি সংঘ ও বারোয়ারি এলাকায় চার চারটি দশহারা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাতে গঙ্গা, হুগলি নদীর জল আনতে যায় কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী মহিলা ও পুরুষ বিবাহিত, অবিবাহিত মিলিয়ে উলুবেড়িয়া কালীবাড়ির নিকট তার পর, রামপুর খাল থেকে হেঁটে হেঁটে জয়পুর মোড়,অমরাগড়ি বকুলতলা, থেকে কলশডিহি স্পোটিং ক্লাবের মাঠে জড়ো হয়ে, কালীমন্দির পরিক্রমা করে সকলে মিলে মিশে একাকার হয়ে। এরপর এগিয়ে চলে চার পাড়ার মনষা মন্দির,বেদির নিকট, তলায়। এই খানে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দশহারা পূজা। এলাকায় ঘুরে এসে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধারা পড়লো চালচিত্র। এলাকার প্রায় প্রতি ঘরে লুচি, ঘুগনি,দশ রকমের ফল খাওয়া হবে,মা মনষার থানে যে বা যারা মানৎ করে তার কিছু অংশ বলি দেওয়া হবে বলে জানা গেছে। মায়ের প্রসাদের অপেক্ষায় আছেন ভক্তগন।

দশহরা ও গঙ্গাপুজো

জমজমাট দশহরা ও গঙ্গা পুজো দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ  হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলশডিহি মহাকালীদহ মধ্য জয়পুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী তফশিলী জাতীয় মানুষের বসবাস। পূর্ব,পশ্চিম, মধ্য,মালিক পাড়ার বাসিন্দারা কলশডিহি স্পোটিং ক্লাব, কলশডিহি কালীমাতা, মধ্য জয়পুর নেতাজি সংঘ ও বারোয়ারি এলাকায় চার চারটি দশহারা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment