ছাত্রছাত্রীদের শ্রদ্ধাঞ্জলীতে শিক্ষাগুরুর ৮৬তম বর্ষ উদযাপন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বাবা-মা এর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা হলেন মানুষ তৈরীর কারিগর। তাদের স্নেহ ভরা শিক্ষাদানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা সমাজে জ্ঞাণী গুণি অর্থাৎ একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। একদা শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল নিবিড় সুসম্পর্ক। কিন্তু বর্তমানে সেই শিক্ষার নামে চলছে ব্যবসা। শিক্ষা ক্ষেত্রে হওয়া দুর্নীতির অভিযোগে সরব প্রতিটি মানুষ। শিক্ষক শিক্ষিকারা এখন শিক্ষাদান নয়, ব্যস্ত কেবল অর্থ উপার্জনে। আর ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষার অভাবে মানুষ হবার বদলে হয়ে উঠছে হিংস্র, অমানুষ। তাই শিক্ষাদাতারা শিক্ষা গ্রহীদের কাছ থেকে শ্রদ্ধার বদলে পাচ্ছে কেবল অবমাননা, আঘাত। বিভিন্ন এলাকা থেকে এমন ঘটনা প্রায়শই ধরা পড়ে। এরই মাঝে একজন শিক্ষকের প্রতি তার ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপনের অভূতপূর্ব চিত্র উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার ট্যাংরা কলোনী এলাকা থেকে ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। রবিবার রবির উজ্জ্বল কিরণ ও সবুজের সমারোহে শান্ত ও স্নিগ্ধ এক মনোরম পরিবেশে প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয় বনগাঁর ‘ট্যাংরা কলোনী উচ্চ বিদ্যালয়’ এর ভূতপূর্ব প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার রায়-কে। প্রথমে প্রদীপ প্রজ্বলিত করেন প্রধান শিক্ষক। এরপর তাঁর পা ধুয়ে দিয়ে শঙ্খধ্বনি ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে মঞ্চে নিয়ে যাওয়া হয়। মঞ্চে প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার রায় ছাড়াও উপস্থিত ছিলেন তার বহু শিষ্য তথা ছাত্র-ছাত্রী ও গুণী ব্যক্তিত্বরা। সকলের হাতে গোলাপ ফুল দিয়ে ও গলায় উত্তরীয় পরিয়ে প্রথমে বরণ করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে দেওয়া হয় নানান উপহার। তাদের কথায়, ট্যাংরা উচ্চ বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান শিক্ষক নিরঞ্জন বাবু শতাধিক উপন্যাসের স্রষ্টা ও হাজার সনেট এর প্রণেতা, তাদের সকলের পথপ্রদর্শক। তাঁর লেখায় পল্লী বাংলার ফুল ফল গাছ পাখিদের কথা উঠে এসেছে। যিনি সুখে দুঃখে সর্বদা সকলের পাশে থাকেন। জীবনে এমন শিক্ষকের সান্নিধ্য পেয়ে তারা ধন্য। তাই সেই প্রধান শিক্ষকের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে এদিন আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁর শিষ্যরা। নিরঞ্জন বাবুর কথায়, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর ছাত্র-ছাত্রী সহ গুণী ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত হয়ে তিনি মনে করেন তার শিক্ষাদান স্বার্থক।

















