চ্যানেলের রিয়্যালিটি শো-তে সুযোগের নামে প্রতারণা
দাবদাহ লাইভ, রাজারহাট, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ একটি জনপ্রিয় টিভি চ্যানেলের রিয়্যালিটি শো-তে সুযোগ করিয়ে দেবার নাম করে প্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করার অভিযোগে দু’জনকে আটক করে রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বেআইনিভাবে একটি জনপ্রিয় চ্যানেলের লোগো ব্যাবহার, ওই চ্যানেলেরই নাম করে রিয়্যালিটি শো-তে সুযোগের ব্যাবস্থা করা হবে, এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের সাথে কেউ লক্ষাধিক টাকার প্রতারণা করে চলেছে। চলতি বছরের এপ্রিল মাসে রাজারহাট থানায় এমনই এক অভিযোগ দায়ের করা হয় ওই টিভি চ্যানেল এর পক্ষ থেকে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার রাজারহাট থানার পুলিশ। তদন্তে নেমে বুধবার রাতে ব্যারাকপুরের ন’পাড়া থেকে শ্রেয়শী চক্রবর্তী ও জগদ্দল থেকে সৌগত সাহা নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাঙ্কের পাস বুক সহ একাধিক নথি। জনসাধারনের সাথে প্রতারণার জন্য ধৃতরা মূলত ডিজিটাল প্লাটফর্মকেই বেছে নিত। জনসাধারনের চাহিদার উপর দৃষ্টি নিক্ষেপ করেই তাদের সাথে লক্ষাধিক টাকার প্রতারণা করেছে ধৃতরা। এমনটাই জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রাজারহাট থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতরা কেন ওইরূপ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, তাদের ওই কর্মকান্ডের সাথে আর কেউ যুক্ত কিনা। এমনই নানান প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।








