চৌর্যবৃত্তির অপরাধে ধৃত ৩
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ তস্করদের দৌড়াত্ম্য বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। এদের কর্মকান্ডের নিদর্শন ভিন্ন সময়ে ভিন্ন স্থান থেকে উঠে আসে সংবাদমাধ্যমের পর্দায়। এমনই এক কর্মকাণ্ড তুলে ধরা হল। এক ব্যাক্তির সাব মার্শিবল মোটর চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় মোটরটি। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত গণদীপায়ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সুব্রত রায় নামে গণদীপায়ন এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে তাঁর সাব মার্শিবল মোটর চুরি যায়। বহু খোঁজাখুজির পর ২৪ তারিখ অর্থাৎ শনিবার তিনি গোবরডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই রাতেই গণদীপায়ন প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা থেকে ৩০ বছরের শুভজিৎ মন্ডল ও ৩৩ বছরের গৌতম বালা নামে দুজনকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের ২৫ তারিখ অর্থাৎ রবিবার বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাদুড়িয়া থানার অন্তর্গত ঘোষপুর এলাকার বাসিন্দা ৩০ বছরের মনি শংকর রায় নামে এক যুবককে সোমবার গোবরডাঙার মনসাবাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে বাদুড়িয়ার নিমতলা পুরানো রেলগেট সংলগ্ন রেললাইন এর পাশের ঝোপ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সেই সাব মার্শিবল মোটরটি। ধৃতরা পূর্বেও অসামাজিক কার্যকলাপের দায়ে জেল খেটেছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার ওই চৌর্যবৃত্তির ঘটনায় যুক্ত ৩ তস্করকে বারাসাত আদালতে পেশ করে গোবরডাঙ্গা থানার পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত মোটরটি সুব্রত রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ধর্ষণ কান্ডে জড়িত ধৃত
নিউজ এক ঝলকে
চৌর্যবৃত্তির অপরাধে ধৃত ৩
98%

















