চীনা মাঞ্জার কবলে পড়ে আহত পুলিশ কর্মী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ চীনা মাঞ্জা বিক্রয় নিষিদ্ধ করা সত্বেও মুনাফা অর্জনের জন্য তা দেদার বিক্রয় করে চলেছে কিছু ব্যবসায়ী। ফলস্বরূপ, পথেঘাটে চলতে গিয়ে ওই সুতোর কবলে পড়ে গুরুতর আহত এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। এবার সেই চীনা মাঞ্জার মৃত্যু ফাঁদে পড়ে রক্তাক্ত জখম হয় এক পুলিশ কর্মী। ব্যস্ততম সময়ে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রবিবার বিকেলে বিধাননগরে অবস্থিত ‘মা’ উড়ালপুল থেকে এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। পুলিশ ও স্থানীয়দের কথায়, এদিন বিকেলে একজন আরোহীকে সাথে নিয়ে বাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিলেন, বিধান নগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত শাহনওয়াজ আলী। ‘মা’ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ঘড়ির সুতো ‘চীনা মাঞ্জা’ আচমকাই তাঁর কপালে লাগে। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্তপাত শুরু করে। সেই পরিস্থিতিতে তিনি তাঁর বাইকটি ফ্লাইওভারের ধারে নিয়ে গিয়ে দাঁড় করান। শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ পৌঁছে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে ওই নিষিদ্ধ মাঞ্জা বিক্রয় রুখতে, ঘুড়ি বিক্রেতাদের দোকানে অভিযানও চালানো হয়েছে। তবে নজরদারি থাকা সত্বেও, চীনা মাঞ্জার দৌড়াত্ম্য পুরোপুরি বন্ধ করা যায়নি বলে জানায় পুলিশ। এদিকে চীনা মাঞ্জার কবলে পড়ে দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বাইক আরোহীরা।
নারী নিরাপত্তায় বারাসাতে চালু পিঙ্ক পুলিশ
অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
নিউজ এক ঝলকে
চীনা মাঞ্জার কবলে পড়ে আহত পুলিশ কর্মী
0%


















