চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুলের চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী
দাবদাহ লাইভ, কোলকাতা, বনি সিংহ: চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুলের রজতজয়ন্তী বর্ষ উদযাপন সহ সপ্তম বার্ষিক চিত্রকলা, ভাস্কর্য্য ও আলোকচিত্র প্রদর্শনী ৬ই জুন কলকাতার গোল্ড আর্ট গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী ও ভাস্কর দেবাশীষ মল্লিক চৌধুরী, তবলা বাদক ও সুরকার পন্ডিত মল্লার ঘোষ, লেখিকা ও অভিনেত্রী মল্লিকা ঘোষ, চক্ষু চিকিৎসক ও আলোকচিত্রী ডঃ সোমদত্ত প্রসাদ,পালমোনোলজিস্ট ও আলোকচিত্রী ডঃ সৌম্য দাস এবং প্রখ্যাত ভাস্কর কাশ্যপ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই ড্রয়িং স্কুলের কর্ণধার বিশিষ্ট চিত্রশিল্পী বিশ্বজিৎ পাল, তাঁর নিজের উদ্যোগেই স্কুলের বার্ষিক এই অনুষ্ঠান। তিনদিন ব্যাপী এই প্রদর্শনীতে ১০৪জন চিত্রশিল্পী এবং ১৪৫টি ভাস্কর ও আলোকচিত্র শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয় শিশু শিল্পী এবং প্রাপ্তবয়স্ক উভয়ের অসাধারণ শিল্পকর্ম নিয়ে। শিল্পীদের মধ্যে ছিলেন কৌশিক দাস, টুটুল বেরা, ডঃ সমদর্শী দত্ত, অর্পণ নন্দী, বর্ণালী পাল, অঞ্জনা দাস, মান্ত নস্কর, সোমঋতা রায়, ঈপ্সিতা মজুমদার, সোনিয়া সাউ, সৌভিক ভট্টাচার্য,সায়ন পাল, রূপঙ্কর ভৌমিক,ইন্দু চৌধুরী,করনিক মজুমদার,মলয় সোম,গনেশ চক্রবর্তী,সুগত সেনগুপ্ত,রূপসা হীরা, অনুস্কা সরকার, দেবাশীষ সরকার, অরিজিৎ সমাদ্দার, সোম ঘোষ,আয়ান্স চক্রবর্তী, সঞ্জয় দে, আর্য নাগ, শুভজিত মন্ডল,প্রণব নন্দী, রণজিত নস্কর,পৌলভী ঘোষ, মৈনাক বড়ুয়া,শুভাঙ্গী মিশ্র,অনুদ্রিতা রায়,প্রিয়াংশু সানা,ঈশী সরকার, সুদীপ্ত মণ্ডল,কাবেরী মন্ডল, জুঁই মিস্ত্রী,মৌবনী সোম,নীলার্ঘ পাল,তনভী তিওয়ারী, নিখিলেশ পাল,ঋদান মুখার্জি, সোনালী হেলা এবং জুন মান্না। কলকাতা সহ হাওড়া এবং হুগলি জেলার শিল্পীরা এবং শিল্পী প্রেমী প্রায় চারশো দশর্ক সমাগমে মুখরিত হয়ে ওঠে ছিল এই চিত্রকলা প্রদর্শনী। রবিবার এই প্রদর্শনী সম্পন্ন হয় সর্বাঙ্গীন সুষ্ঠভাবে।সমগ্ৰ অনুষ্ঠানকে এক অন্যমাত্রা দিয়েছেন সঞ্চালক ডঃ সুমিত ভট্টাচার্য।
জেলার খবর
চিলড্রেন্স হার্ট ড্রয়িং স্কুলের চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী
90%

















