চা বাগান শ্রমিকের পাড়ায় মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ হাসিমারাতে সুভাষিনী টি ষ্টেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দেখা করলেন ছোট ছোট শিশুদের সাথে। তাদের ঠিকমত খাওয়া হচ্ছে না সেই সম্পর্কে খোজ নিলেন তাদের পরিবারের সাথে।তাকে দেখতে পেয়ে ছুটে আসেন হাসিমাড়া টি ষ্টেটের সমস্ত চা শ্রমিকেরা। মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিলেন চকলেট এবং বিষ্কুট। মুখ্যমন্ত্রী বাচ্চাদের বললেন ঠিকমত পড়াশোনা করতে। যে যে ভালোকরে পড়াশোনা করবে তাদের তিনি প্রাইজ দেবেন। মুখ্যমন্ত্রী বাচ্চাদের মায়েদের বললেন তাদের ছেলেমেয়েদের মন দিয়ে পড়াশোনা করাতে। তার অফিসের আধিকারিকদের নির্দেশ দিলেন কে কিভাবে পড়ছে সেদিকে দৃষ্টি রাখতে। কে কে পড়ছে কার কার অসুবিধা হচ্ছে, কাদের আর্থিক সঙ্গতি নেই,যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছোট ছোট ছেলেমেয়েদের সাথে সময় কাটান অনেকক্ষন। তাদের বোঝান মুখ্যমন্ত্রী মন দিয়ে পড়াশোনা করতে। মুখ্যমন্ত্রী হাসিমাড়া টি ষ্টেটের বিভিন্ন চা শ্রমিকদের সাথে অনেকক্ষন কথা বলেন। চা শ্রমিকদের বর্তমানে পরিস্থিতি নিয়েও আলোচনা করেন শ্রমিকদের সাথে।








