চা বাগানে খাঁচা বন্দি চিতা বাঘ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সম্প্রতি, সকালে বীরপাড়া চা বাগানের দশ নম্বর সেকশনে বন বিভাগের পাতা খাঁচায় ধরা পড়ে একটি চিতা বাঘ। এলাকায় চাঞ্চল্য ছাড়ায়, চিতা বাঘ ধরা পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। ঘটনার সংবাদ শুনে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বনকর্মীরা চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই নিয়ে বেশ কয়েকটি চিতা বাঘ ধরা পড়লো ডুয়ার্সের এই এলাকায়। এলাকার যুবক কৃষ্ণা তিরকি জানান চিতা বাঘের আতঙ্ক তো লেগেই থাকে তবে চিতা বাঘ ধরা পড়ায় একটু হলেও ভালো লাগছে। বন কর্মীদের বলবো এভাবেই নজরদারি চালালে আরো চিতা বাঘ ধরা পড়বে।
চা বাগানে খাঁচা বন্দি চিতা বাঘ
0%

















