চলন্ত বাসে অগ্নিকান্ডে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সকালের ব্যস্ততম রাস্তায় আচমকা একটি চলন্ত বাসে আগুন লেগে যাওয়ায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কলকাতার মহাজাতি সদনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিরাটি বিবাদি বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি বিবাদি বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ততম সময়ে চিত্তরঞ্জন এভিনিউয়ে আচমকা যাত্রীবাহী মিনিবাসটিতে অগ্নি কান্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী সহ স্থানীয়দের মধ্যে। চালকের কথায়, চলমান অবস্থায় হঠাৎ বাসটিতে তিনি ধোঁয়া দেখতে পান। তড়িঘড়ি রাস্তার পাশে বাসটি থামান। দ্রুততার সঙ্গে সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ফলে কেউ আহত হয়নি। মুহূর্তেই চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। ব্যস্ত রাস্তায় ব্যস্ততম সময়ে এদিন ওইরূপ অগ্নিকান্ডের ঘটনায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। দমকল বিভাগীয় কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চালক সহ যাত্রীদের কথায়, বাসটি বেশ পুরনো ছিল। নিয়মানুযায়ী রক্ষণাবেক্ষণ না করার কারণে ইঞ্জিনের অবস্থাও বেশ খারাপ হয়ে গিয়েছিল। দমকল বিভাগীয় কর্মীদের কথায়, তদন্ত সাপেক্ষে আগুন লাগার আসল কারণ জানা সম্ভব হবে।

















