Banner Top

চন্দ্রযান ৩ এর সাফল্যে বিনামূল্যে ফুচকা ভোজ বিক্রেতার 

                      দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  চন্দ্রপৃষ্ঠে সফলভাবে চন্দ্রযান ৩ অবতরণ করার আনন্দে এক ফুচকা বিক্রেতা বিনামূল্যে জনসাধারণকে খাওয়ান ফুচকা। বর্তমানে যেখানে সমস্ত জিনিসপত্রের পাশাপাশি ফুচকাও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে, সেখানে বিনা মূল্যে ফুচকা খেতে পেরে যেন আহ্লাদে আটখানা ফুচকা প্রেমীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর স্টেশন চত্বরে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। চন্দ্র অভিযানে চন্দ্রযান ৩ কে নিয়ে ভারত তথা বিশ্ববাসীর মনে ছিল বহু প্রশ্ন। শেষমেশ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩ সফলভাবে অবতরণ করার কথা সম্প্রচারিত হতেই চারিদিকে এক আনন্দের আবহ সৃষ্টি হয়। যেই সফলতার আনন্দ চতুর্থ দেশ হিসাবে ভারতবাসীর চোখে মুখে একেবারে সুস্পষ্ট। চন্দ্রযান ৩ এর সফলতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, প্রত্যেকেই। কিন্তু ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় ওই আনন্দের এক আলাদা চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। চন্দ্রযান ৩ এর সাফল্যের আনন্দে এদিন বিকেলে ব্যারাকপুর স্টেশন চত্বরে বিনামূল্যে ফুচকা খাওয়ান এক ফুচকা বিক্রেতা। বিনামূল্যে ফুচকা খাওয়ার আনন্দে সামিল হয় বহু মানুষ। তাদের কথায় চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩ এর অবতরণের সাফল্যে তারা খুবই আনন্দিত। সেই আনন্দের পাশাপাশি এদিন ফুচকা বিক্রেতার কথা অনুযায়ী বিনামূল্যে ফুচকা খেতে পেয়ে তারা বেজায় খুশি। এ প্রসঙ্গে ফুচকা বিক্রেতা পবন কুমার সাউ বলেন, তিনি বেশ কয়েক বছর যাবত ব্যারাকপুর স্টেশন চত্বরে ফুচকা বিক্রি করে চলেছেন। চন্দ্রযান ৩ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে, চন্দ্রযান ৩ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করলে সকলকে তিনি বিনামূল্যে ফুচকা খাওয়াবেন। আর যেমন কথা তেমনি কাজ। চন্দ্রযান ৩ এর সফলতায় বৃহস্পতিবার ৫ হাজার ফুচকা নিয়ে তিনি বিকেল ৫ টা নাগাদ স্টেশন চত্বরে পৌঁছান এবং ফুচকা প্রেমীদের তা বিনামূল্যে খাওয়ান। ফুচকা বিক্রেতার কথায়, ব্যারাকপুর নামের সাথে বহু ইতিহাস জড়িয়ে আছে। এবার ব্যারাকপুরে চন্দ্রযান ৩ এর ইতিহাসকে সাক্ষী রাখতেই এমন উদ্যোগ গ্রহণ করেছেন এদিন তিনি।

চন্দ্রযান ৩ এর সাফল্যে বিনামূল্যে ফুচকা খাওয়ালো বিক্রেতা 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment