ঘাতক গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, আটক ৪
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ দিশাহীন হয়ে দ্রুতগতিতে একটি সরু গলি দিয়ে পালাতে গিয়ে জনরোষের কবলে পড়ে একটি চার চাকা গাড়ি। ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জন যাত্রীসহ গাড়িটিকে জনরোষের কবল থেকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাট থেকে ৪ জন যাত্রীসহ একটি চার চাকা প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে যাবার সময় মালঞ্চ এলাকায় এক পথচারীকে ধাক্কা মারলে রাস্তার বেশ কিছু দূরে ছিটকে পড়ে মাথা ফেটে গুরুতর জখম হয় ওই ব্যাক্তি। স্থানীয়দের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে পথচারীকে ধাক্কা মেরে দ্রুত গতিতে ঘাতক গাড়িটিকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে গাড়িতে থাকা ৪ জন। টাকি রোড ধরে দ্রুত গতিতে এসে আচমকাই বারাসাতের দূর্গা মন্দির সংলগ্ন এলাকার একটি সরু গলি দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে গলিতে আটকে যায় গাড়িটি। ফলস্বরূপ ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক গাড়িটিকে ধরে ফেলে। এরপর ওই গাড়ি থেকে ৪ জন ব্যাক্তি দরজা খুলে রাস্তায় নেমে ওই যুবকদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জনরোষের কবলে পড়ে যায় ওই ৪ জন। উত্তেজিত জনতা গাড়িটিতে ব্যপক ভাঙচুর চালানোর পাশাপাশি ওই ৪ জন যাত্রীকে মারধর করতে শুরু করে। টাকার হদিসও ওই গাড়িটিতে মেলে বলে স্থানীয় সূত্রে খবর। সূত্র মারফত খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে। এরপর ঘাতক গাড়ির ৪ জনকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিকে আটক করে বারাসাত থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায় গাড়ি থেকে উদ্ধারকৃত টাকাগুলো আসলে ব্যাবসার টাকা বলে পুলিশি জেরার মুখে জানায় গাড়ির মালিক। কারন কাটিয়াহাটে তাদের লোহার রডের ব্যাবসা রয়েছে। এদিন ব্যাবসার টাকা সংগ্রহ করেই গাড়ি নিয়ে ফিরছিল বলে জানায় তারা। তবে দ্রুত গতিতে গাড়ি চালানো, ওই গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বারাসাত থানার পক্ষ থেকে ধৃতদের বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। এখন প্রশ্ন হল উদ্ধারকৃত ওই বিপুল পরিমান টাকা কি সত্যিই ব্যাবসার সাথে সম্পর্কিত, আইনি নিয়ম ভঙ্গ করে দ্রুত গতিতে এদিন গাড়িটি তারা চালাচ্ছিল কেন, কেনই বা পথচারীকে সজোরে ধাক্কা মারার পর থানায় আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করছিল তারা, সোজা রাস্তা দিয়ে না গিয়ে পাড়ার সরু গলি যেখানে চার চাকা গাড়ি চলাচল করতে পারে না সেই রাস্তা দিয়েই বা গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা চালানো হচ্ছিল কেন, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। ঘটনাটিকে ঘিরে তৈরী হয়েছে রহস্য। আর ওই সম্পূর্ণ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।








