Banner Top

    গ্রামবাসীদের সতর্কতায় রেশনের চাল পাচারে আটক খালাসী

গ্রামবাসীদের সতর্কতায় রেশনের চাল পাচারে আটক খালাসী

  দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ রেশনের চাল পাচার ঘিরে  তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের কান্ডারণ এলাকায়। এক গোডাউন থেকে লরি ভর্তি চাল পাচার করার সময় গ্রামবাসীদের সন্দেহ আটক করা হয় ওই লরি। বৈধ নথি না থাকায় লরি নিয়ে চম্পট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই লরি। ঘটনার পর থেকে পলাতক লরি চালক। বাসিন্দাদের তৎপরতার উদ্ধার হয় ৫০ কুইন্টাল রেশনের চাল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিস। ঘটনাস্থল থেকে চালের প্যাকেট উদ্ধার করে রতুয়া থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে ওই এলাকায় হইচই পড়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস। যদিও লরিচালক পালিয়ে গেলেও এক খালাসীকে আটক করেছে পুলিস। কান্ডারণের বাসিন্দা অনীল কুমার আগরওয়ালা, শেখ সাদির, গোপী লোহা, মনোজ কুমার শর্মাদের প্রাথমিকভাবে অনুমান, রতুয়ার চাঁদমুনি এলাকার কোনো রেশন ডিলারের এই চাল অবৈধভাবে পাচার হচ্ছিল। তবে ডিউটিতে থাকা পুলিশ অফিসার সাংবাদিকদের ক্যামেরায় কোনো মন্তব্য করতে চাননি। চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল জানিয়েছেন,ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।  

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

বন্ধুকে মারধরের অভিযোগ

মালদা-‌মারপিট করতে না যাওয়ায় বন্ধুকে মারধরের অভিযোগ অন্য এক বন্ধুর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের নাম সারিফুল হক। কালিয়াচক থানার ছোট সুজাপুরে বাড়ি তাঁর। অভিযুক্ত বন্ধুর নাম আসিফ শেখ। অভিযোগ, আসিফ রাতে ফোন করে ডাকে আসিফুলকে। তারপর সরিফুলকে মারধর করার জন্য এক জায়গায় যেতে বলে। যেতে রাজি না হলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গেছে, অভিযুক্ত আসিফের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সমাজ থেকে আসিফের ৭৫ হাজার টাকা জরিমানা হয়েছে। তাই রাগে শ্বশুরবাড়িতে গিয়ে মারধর করার জন্য সারিফুলকে নিয়ে যেতে চাইছিল সে।

ভারতের প্রতি ঘরে উড়ুক এই পতাকা

বর্ষণে নদীনালা ভাসে আর চাষীরা হাসে

বর্ষণে নদীনালা ভাসে আর চাষীরা হাসে

 

বর্ষণে নদীনালা ভাসে আর চাষীরা হাসে

সকাল থেকেই মালদা জেলায় প্রচন্ড দাবদহ। আর তার জেরেই দুপুর হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জন্য মালদা জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেছে কোথাও ব্যাঙের বিয়ে আবার কখনো পূজার্চনা। এই বৃষ্টি হওয়ার ফলে ধান চাষি থেকে পাট চাষীদের মুখে খানিকটা হলেও হাসির লক্ষণ চোখে পড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মালদা জেলাজুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সঙ্গে ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টিপাতের ফলে মুখে হাসি কৃষকদের। দেরিতে শুরু হলেও বর্ষার বৃষ্টি শুরু হয় জেলায়। তবে ভারী বর্ষণের ফলে মালদা শহরের বিভিন্ন অলি গলি জলমগ্ন হওয়ার আশঙ্কা শহরবাসীর। এই বর্ষণের ফলে বিভিন্ন নদী নালায় জল বাড়তে শুরু করে।

গ্রামবাসীদের সতর্কতায় রেশনের চাল পাচারে আটক খালাসী
User Review
77% (3 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment