গোবর ডাঙ্গা কলেজে প্লাটিনাম জুবিলী
অনুষ্ঠান সারা বছর
দাবদাহ লাইভ, চাঁদপাড়া, প্রভাস বিশ্বাসঃ ৪ নভেম্বরঃ ১৯৪৭ সালের ২৭ নভেম্বর গোবরডাঙ্গা হিন্দু কলেজের পথচলা শুরু। এই কলেজের প্লাটিনাম জুবিলী উপলক্ষে ২৭ নভেম্বর ‘২১ থেকে ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত সম্বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে কলেজ। এদিন এলাকার ১৪ টি বিদ্যালয়কে নিয়ে আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে চাঁদপাড়া মিলন সংঘ মাঠে। উদ্বোধক হিসেবে ছিলেন গোবরডাঙ্গা কলেজের অধ্যক্ষ ডক্টর হরে কৃষ্ণ মন্ডল। কলেজের কেন এমনই অনুষ্ঠান জানতে চাইলে তিনি জানান, ৭৫ তম বর্ষ কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে গর্ব ও সম্মানের বিষয়। এক্ষেত্রে এগিয়ে যাওয়া সমাজের অবিচ্ছেদ অঙ্গ হিসাবে বৃহত্তর সামাজিক কাজে সামিল হওয়া খুবই গৌরবের বিষয়ও। গৌরবময় মুহূর্তকে স্মরণ করার জন্যই ৭৫ তম জুবিলী উদযাপন করা। নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তিনটি মহকুমা বনগাঁ, বসিরহাট ও বারাসাত। সাতটি আঞ্চলিক স্থানে যেমন বাগদা, বনগাঁ, চাঁদপাড়া, ঠাকুরনগর, সুটিয়া-পাঁচপোতা, গোবরডাঙ্গা ও চারঘাট এর শতাধিক বিদ্যালয়কে নিয়ে এমনই অনুষ্ঠানের আয়োজন করা। আর এরই মাধ্যমে উঠে আসবে কৃতীরা, যারা আগামী দিনে রাজ্য তথা দেশের প্রতিনিধিত্ব করবে। মিলন সংঘ মাঠে পঞ্চম থেকে সপ্তম, অষ্টম থেকে দশম আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি গ্রুপে ভাগ করে ক্রীড়া প্রতিযোগিতার হয়। ছিল ১০০মি.২০০মি. ৪০০মি. ৮০০মি.শট পুট, লং জাম্প, জ্যবলিন থ্রো, যোগাসন ও দাবা প্রতিযোগিতা। ছিল রিলে রেসও। অংরাইল বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী অপর্ণা দে ২০০মি.৪০০মি. ও ৮০০ মি.ইভেন্টে প্রথম হয়ে রেকর্ডে করে। শুধু অ্যাথলিট মিটে নয়, ফুটবলেও ইতিমধ্যেই বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছে সে। রাজ্যের হয়ে খেলে এলো আসামের গৌহাটিতে। সে খেলে লেফট উইং ও লেফট স্টপারে। সুনামের সাথে খেলে চলেছে। আগামী দিনে লক্ষ্য কি জানতে চাইলে জানায় , যোগ্যতার সাথে ভারতীয় দলে জায়গা করে নেওয়া। গাইঘাটা বেনীমাধব ইস্কুলের আর এক কৃতি ছাত্রী সম্পিতা দেবনাথ। এবারের প্রতিযোগিতায় ১০০মি. ২০০মি. ও ৪০০মি. প্রথম হয়ে তাক লাগালো অষ্টম শ্রেণীর এই কৃতি ছাত্রী। তারও লক্ষ্য আগামীদিনে স্প্রিন্ট ইভেন্টে ন্যাশনালে পদক পাওয়া। ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া পদক তালিকায় শীর্ষে থেকেও হতাশ ক্রীড়া শিক্ষক সুশান্ত বিশ্বাস। ঝুলিতে রয়েছে ৫০ টি পদক। ক্রীড়া ক্ষেত্রে শারীরিক সক্ষমতা যোগ্যদের স্থান দেয়। আর তার জন্য চাই বিজ্ঞান ভিত্তিক চর্চা – অনুশীলন। গ্রামাঞ্চলে সেই সুবিধা অবশ্য কম থাকায় আর আর্থিক প্রতিবন্ধকতার জন্য অনেক কৃতিরা অচিরেই হারিয়ে যায়। মাঠকে ভালোবেসে একাগ্রতার সাথে ঘাম ঝরিয়েই সাফল্য অর্জন করা যায়, ফাঁকি দিয়ে নয়। আশানুরূপ ফল হয় নি আমাদের বিদ্যালয় এর। তাকিয়ে গোবর ডাঙ্গায় চূড়ান্ত পর্যায়ের খেলার দিকে। ক্রীড়া শিক্ষক সুশান্ত বিশ্বাস এমনটাই জানিয়ে দিলেন। চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী ১৪ টি প্রথম ১৬ টা দ্বিতীয় ও ২০ টা তৃতীয় পদক, ঢাকুরিয়া হাই স্কুল ৬-০-১ টি, অাঙ্গরাইল বিদ্যামন্দির ৬-০-০ টি, গাইঘাটা বেনীমাধব বালিকা বিদ্যালয় ৫-১-১ টি, চৌগাছা মডেল একাডেমি ৩-৫-২ টি, ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় ৩-৮-৮ টি, মন্ডলপাড়া হাই স্কুল ৩-৪-৪ টি, ডেওপুল অধর মেমোরিয়াল ২-৩-১ টি, চাঁদপাড়া বালিকা বিদ্যালয় ১-২-৪ টি, ঘোজা হাই স্কুল ১-০-১, খড়ুয়া রাজাপুর ১-০-০ টি, উত্তর ফুলসুরা হাই স্কুল ০-৩-১ টি, টি এস ডি মনমোহনপুর হাই স্কুল ০-২-০ টি, রাম শংকরপুর হাই স্কুল ০-০-১ টি পদক জয়ী হয়। ফেরেনি খালি হাতে কোন স্কুল। প্রতিযোগিতায় বিচারকেরা ছিলেন অসীম বর, বাদল বিশ্বাস, প্রতিবেদক – প্রভাস বিশ্বাস, অমল সরকার, শচীন ঢালী, মঙ্গল বিশ্বাস, সুভাষ ব্যাপারী, মনিভূষণ দাস, সমীরণ সানা, রাখাল বনিক, বিপিন দাস। প্রথম স্থান অধিকারী কৃতিরা, অষ্টম থেকে দশম ঢাকুরিয়া হাই স্কুলের ১০০ মিটারে প্রসেনজিৎ দাস, ঐ একই ক্লাসের ২০০ মিটারে চৌগাছা মডেল একাডেমির রহিত মালি, অধর মেমোরিয়াল হাই স্কুলের শুভজিৎ ঘোষ ৪০০ মিটারে প্রথম। একাদশ থেকে দ্বাদশ ১০০ মিটারে রাজদীপ সাহা, লং জাম্পে অর্পণ মজুমদার ও জ্যাভলিন থ্রো তে ৩০.৭২ মি. দিয়ে প্রথম চাঁদ পাড়া বাণী বিদ্যা বিথীর অয়ন ঘোষ, ওই একই গ্রুপের ৮০০ মিটারে প্রথম খরুয়া রাজাপুরের সমরান রায়, পঞ্চম থেকে সপ্তম ১০০ মিটারে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের সুস্মিতা ভৌমিক ২০০মি. ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের লাবনী আইচ, অষ্টম থেকে দশম ঘোজা হাইস্কুলের ঋতু দাস লং জাম্পে প্রথম, একাদশ দ্বাদশ শ্রেণীর লং জাম্প এ ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের মিতালী রায়, একাদশ দ্বাদশ শ্রেণির ১০০ মিটারে চাঁদপাড়া বাণী বিদ্যা বিথির রিনা দাস ও যোগাসনে আকাশ বিশ্বাস, ঐ গ্রুপে শট পুটে মন্ডলপাড়া হাইস্কুলের অঙ্কিতা রায় প্রথম। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর রিলে রেসে অধর মেমোরিয়াল হাই স্কুল ছাড়া অন্য কোন বিদ্যালয় অংশ গ্রহণ না করায় পরবর্তী পর্যায়ে গোবর ডাঙ্গায় অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করার যোগ্যতা অর্জন করে। কনভেনর শ্যামল বিশ্বাস জানান, এতদ অঞ্চলের ঐতিহ্যশালী গোবর ডাঙ্গা হিদু কলেজের প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে আয়োজিত নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উঠে আসছে কৃতিরা, যা আগামী দিনে রাজ্য তথা দেশের মান উন্নয়ন ঘটাবে। কনভেনর শ্যামল বিশ্বাস জানান, এতদ অঞ্চলের ঐতিহ্যশালী গোবর ডাঙ্গা হিদু কলেজের প্লাটিনাম জুবিলী উপলক্ষ্যে আয়োজিত নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উঠে আসছে কৃতিরা, যা আগামী দিনে রাজ্য তথা দেশের মান উন্নয়ন ঘটাবে।








