গোবরডাঙ্গা শিল্পায়নে বৃত্তান্ত’র নাট্যোৎসব
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ ১৬-১৭ নভেম্বর যাদবপুর বৃত্তান্ত নাট্যসংস্থার পরিচালনায় উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গা স্টু ডিও থিয়েটার হলে দু’দিনের উৎসব উদযাপন অনুষ্ঠান -২০২২ অনুষ্ঠিত হয় ৷ ভারত-বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ৷ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- আশিস চট্টোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, দীপা ব্রহ্ম প্রমুখ৷ উপস্থিত সকলেই নাটকের শহর গোবরডাঙ্গার নাট্যচর্চা ও আয়োজক সংস্থা ‘বৃত্তান্ত’-এর উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন৷ সংগঠনের পক্ষ থেকে শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অধ্যক্ষা দীপা ব্রহ্মকে বৃত্তান্ত নাট্যারতি সম্মান প্রদান করা হয় ৷ সমাপ্তি দিনে বাংলাদেশ কাহালু থিয়েটার প্রযোজিত নাটককে ঘিরে দর্শক সাধারণের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷








