গোবরডাঙ্গা দর্পণের শাস্ত্র্রীয় সঙ্গীত সন্ধ্যা
দাবদাহ লাইভ, হিরণ্ময় চক্রবর্তীঃ সম্প্রতি, গোবরডাঙ্গা নকসার সংস্কৃতি কেন্দ্রের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা দর্পণ সংগীত একাডেমির বাৎসরিক শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অর্পণ বোস, এলাকার বিশিষ্ট সমাজসেবী নন্দদুলাল বোস, গোবরডাঙ্গার পুরো প্রধান শংকর দত্ত, গোবরডাঙ্গা নকসার কর্ণধার আশিস দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কন্ঠ ও যন্ত্রসংগীতের সুরেলা আবেগমন্ডিত রাগ-রাগিনীর বিস্তার শ্রোতাদের প্রাণবন্ত করে৷ অনুষ্ঠানের শেষ পর্বে বিশিষ্ট সংগীত শিল্পী ও বংশিবাদক অশোক চক্রবর্তীর সঙ্গে অর্পণ বোসের বাঁশি ও বেহালার যুগলবন্দী এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে৷ উল্লেখ্য, এলাকার শাস্ত্রীয় সংগীত চর্চায় দর্পণ সংগীত একাডেমির ভূমিকা অদ্বিতীয় বলা বোধ হয় অত্যুক্তি হবে না।
নিউজ এক নজরে



































