
গোবরডাঙ্গায় জলাভূমি দিবস পালন দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, হিরণ্ময় চক্রবর্তীঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং গোবরডাঙ্গার বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পালিত হলো জলাভূমি দিবস। গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট, রবীন্দ্র নাট্যসংস্থা, গোবরডাঙ্গা বিজ্ঞান মঞ্চ, গোবরডাঙ্গা গবেষণা পরিষদ, গয়েশপুর করুণামায়ী মিশন ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মতো বিভিন্ন সংগঠন এই অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। গোবরডাঙ্গা কালিবাড়ি বিধানস্মৃতি থেকে এই পদযাত্রা শুরু হয়, শেষ হয় মেদিয়া কঙ্কনা বাওর সংলগ্ন ময়দানে। এরপরই দুপুর ১২টায় শুরু হয় কানভেশন, বিষয়- "বৃহত্তম গোবরডাঙ্গার জলা ভূমি সংরক্ষণ ও সংস্কার"। বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের সম্পাদক দেবাশিস রায়, সৌরভ চক্রবর্তী, দীপ মহাপাত্র, বাসব বসাক, অনিন্দিতা ভৌমিক, মিলন গাইন, রত্না বিশ্বাস, ড.সুনীল বিশ্বাস, দীপককুমার দাঁ, নারায়ণ কর প্রমুখ। রবীন্দ্র নাট্যসংস্থা পরিবেশন করে, জল সংকট, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নির্মিত নাটক "ভীষ্মের শর শয্যা" রচনা ও নাট্য নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য ৷ অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে কঙ্কনা বাওড় পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি দেখে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চয়েত প্রধান ও গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধানের কাছে স্মারলিপি জমাদেন।
গোবরডাঙ্গার জলা ভূমি সংরক্ষণ ও সংস্কার
কনভেশন, বিষয়- "বৃহত্তম গোবরডাঙ্গার জলা ভূমি সংরক্ষণ ও সংস্কার"। বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের সম্পাদক দেবাশিস রায়, সৌরভ চক্রবর্তী, দীপ মহাপাত্র, বাসব বসাক, অনিন্দিতা ভৌমিক, মিলন গাইন, রত্না বিশ্বাস, ড.সুনীল বিশ্বাস, দীপককুমার দাঁ, নারায়ণ কর প্রমুখ। রবীন্দ্র নাট্যসংস্থা পরিবেশন করে, জল সংকট, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নির্মিত নাটক "ভীষ্মের শর শয্যা" রচনা ও নাট্য নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য ৷ অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে কঙ্কনা বাওড় পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি দেখে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চয়েত প্রধান ও গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধানের কাছে স্মারলিপি জমাদেন।
78%
















