গোবরডাঙ্গায় সাইবার প্রতারণা থেকে রক্ষা পেলেন বৃদ্ধা
দাবদাহ লাইভ, গোবর ডাঙ্গা, অনন্ত চক্রবর্তী: দিল্লি পুলিশের পরিচয় দিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। আরও ২৫ লক্ষ টাকা ট্রান্সফারের আগে গোবরডাঙ্গা থানার পুলিশি তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পান খাটুরা পালপাড়ার ভারতী নন্দী(৭২)। পুলিশ সূত্রে জানা গেছে, ভূপেশ কুমার নামে এক ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের অফিসার পরিচয় দিয়ে ভিডিও কলে ভয় দেখিয়ে টাকা দাবি করে। ভয় পেয়ে বৃদ্ধা ব্যাংকে গিয়ে ২ লক্ষ টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে আরও ২৫ লক্ষ টাকার দাবি করলে ব্যাংক কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে গোবরডাঙ্গা থানার আধিকারিক পিংকি ঘোষ দ্রুত উপস্থিত হয়ে মহিলাকে উদ্ধার করেন। পুলিশের সক্রিয়তায় শেষ মুহূর্তে রক্ষা পায় বৃদ্ধার সঞ্চয়। খোয়া যাওয়া অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে সচেতনতার বার্তাও দেয়া হয় গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে।

















