গোবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থায় দুষ্কৃতী হানা
দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতা: গত ৮ সেপ্টেম্বর রবীন্দ্র নাট্য সংস্থার নাট্য ভবনে একদল দুষ্কৃতী হানা দেয়। সমাজবিরোধীরা নাট্যকক্ষে উপস্থিত ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সকলকে তালাবন্দী করে সংস্থাকে চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দেয় বলেই অভিযোগ। এই দুর্বৃত্তদের তাণ্ডব এখানেই শেষ নয়, নাট্য পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য, তাঁর স্ত্রী ঋতুপর্ণা মুখার্জী এবং সম্পাদক প্রদীপ ভট্টাচার্য সহ উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ। এই নিন্দনীয় ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসেন গোবরডাঙ্গা রূপান্তরের প্রাক্তন সম্পাদক অভিক দাঁ, গোবরডাঙ্গা উদীচী নাট্য দলের পরিচালক জয়দীপ বিশ্বাস, গোবরডাঙ্গা রঙ্গভূমি দলের পরিচালক বিধানচন্দ্র হালদার, লক্ষ্মীপুর মহলা নাট্যমের পরিচালক সুকান্ত ভট্টাচার্য এবং স্থানীয় মানুষজন বিভিন্ন ভাবে হামলাকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা কোনভাবেই তা না শুনে সংস্থার সম্মুখে বিভিন্নভাবে তাণ্ডব চালাতে থাকে। তাদের বক্তব্য, রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক জাস্টিস ফর আর জি কর নিয়ে সম্প্রতি বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছেন— যা সম্পূর্ণভাবে অনৈতিক এবং তা তাদের অসহ্য বলেই মনে হয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে আরো অভিযোগ, তারা বিশ্বনাথবাবুকে খুঁজতে তিন- চার জন দুষ্কৃতী তাঁর বাড়িতে যায় এবং তাকে না পেয়ে বাড়ীতে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় হয়। গোবরডাঙ্গা থানা সমরেশ মল্লিক, দিব্যেন্দু মন্ডল, মনোজ দাস, স্বাগত দাস, শোভন মন্ডল, সুমন দাস, স্মৃতি চক্রবর্তী, শর্মিষ্ঠা রায়, তিথি রায় ও দেবার্ঘ্য পাইককে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় ডেকে ঘটনার তদন্ত শুরু করে। নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

















