গুরু নানক স্মারক নবরূপে উদ্বোধন মালদায়
দাবদাহ লাইভ, মালদা, সজল দাশগুপ্তঃ পুরাতন মালদার গুরুদুয়ারার পক্ষ থেকে নবরূপে গুরু নানক স্মারক উদ্বোধন করেন সেবায়ত গুরমিত সিং সহ কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিখ ধর্মাবলম্বী মানুষেরা। গুরমিত সিং জানান কয়েকশো বছর আগে কালাচাঁদ স্কুল মাঠে গুরু নানকজি বিশ্রাম করেছিলেন। সেই থেকে এই মাঠ একটি ঐতিহাসিক মাঠ হিসাবে ধরা হয়। এই মাঠের নামকরণ হয়েছিল গুরু নানক প্লেগ্রাউন্ড। উল্লেখ্য, গুরু নানক প্লেগ্রাউন্ড নামক যে স্মারক ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ায় নবরূপে স্থাপিত করা হলো। এই উপলক্ষে সকলকে মুখ মিষ্টি করানো হয়।
গুরু নানক স্মারক নবরূপে উদ্বোধন মালদায়
42%




