গুমা ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার সচেতনতা ও বৃক্ষরোপণ
দাবদাহ লাইভ, বারাসত : গাছ লাগাও। গাছকে বাচাঁও।গাছকে পরিচর্যা করে তাকে বড় করো। রীতিমতো শপথ গ্রহণ বাক্য পাঠ করে মা তার সন্তান কে সাথে নিয়ে গাছ লাগাল। অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলার গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। শুক্রবার সকালে বারাসত ৬৩ ব্যাটেলিয়ন সশস্ত্র সীমা বল আয়োজিত সাইবার সিকিউরিটি এবং নেশা মুক্তি অভিযান সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের স্মার্ট রুমে ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার এবং মাদক দ্রব্য অপব্যবহার নিয়ে আলোকপাত করেন বারাসত এসএসবি ৬৩ ব্যাটেলিয়ন এর ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র তোমার, এসআই টি ফ্লোরিন্স, এএসআই অলোক কুমার, তুষার কান্তি বিশ্বাস। এরপর বিদ্যালয়ের পড়ুয়া ও মায়েদের হাতে নিমগাছ চারা তুলে দেন। বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় পড়ুয়া ও তাদের মায়েরা নিম, মেহগনি, অর্জুন গাছ রোপন করেন। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক শিক্ষিকা ও ৬৩ নং ব্যাটেলিয়ন এর আধিকারিকরা। ছোট এবং পরিবেশ সামাজিক সচেতনতা মূলক অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শুরুতে বিদ্যালয়ের সহ শিক্ষিকারা উদ্বোধনী সমবেত সংগীত পরিবেশন করেন। স্বাগত ভাষনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার জানান গাছ লাগানো তাকে বাচাঁও পরিচর্যা করে বড় করে তোলো। শুধু তুমি নও তোমার পরিবার কে নিয়ে কর্মসূচিতে আহবান। মূলত মা ও তার সন্তান একসাথে মিলে গাছ লাগাবে। গাছকে এক বছর ধরে পরিচর্যা করে বড় করে তুলবে। আগামী ৩১ মার্চ বিদ্যালয়ে সেই পরিচর্যার ভিডিও পাঠাবেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সেরা গাছ লাগানো কে বাছাই করে সেরা পাঁচ জনকে গ্রীন্স স্কলারশিপ দেওয়া হবে গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের পক্ষ থেকে। বারাসত সশস্ত্র সীমা বল ৬৩ ব্যাটেলিয়ন আধিকারিক রা পড়ুয়াদের সাইবার ক্রাইম প্রতিরোধ ও মাদক দ্রব্য অপব্যবহার নিয়ে অবহিত করেন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক, ইকো ক্লাবের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেশ ভালো। শীঘ্রই বিদ্যালয়ের গ্রন্থাগার কে ই গ্রন্থাগারে রুপান্তরিত করার প্রচেষ্টা চলছে। পার্শ্ববর্তী এলাকার অন্যান্য মানুষ ও বৃহত্তর জীবনে পৌঁছে যেতে পারেন পরিষেবা সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি চলছে বিদ্যালয়ের যোগা ও নাট্য অ্যাকাডেমি। স্বয়ংক্রিয় থাকে তার জন্য পার্শ্ববর্তী এলাকার মানুষ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ওতপ্রোতভাবে সাহায্য করছেন। শুধু পড়াশোনা নয় পড়ুয়াদের সার্বিক বিকাশে সুরক্ষা বাহিনীর জওয়ান দের বিদ্যালয়ে নিয়ে এসে তাদের দেশপ্রেম জাগ্রত করতে বিদ্যালয়ে সর্বদাই নিয়োজিত। প্রধান শিক্ষকের কথায় আমরা হয়তো বেচেঁ থাকবো না জওয়ান দের দেখে দেশের কথা ভেবে চলবে সেটার তাগিদ নিয়ে এই সচেতনতা মূলক প্রচারভিযান অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাসব বন্দ্যোপাধ্যায়, শুভব্রত চট্টোপাধ্যায়, কালিপ্রসাদ দে, মৃদুল সাহা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্যামল কান্তি মন্ডল, ইকো ক্লাবের শিক্ষক অনুপম কর্মকার, সৌরভ সরকার, চুনিলাল মিস্ত্রি, প্রমুখ।
এডুকেশন ফেয়ার
নিউজ এক ঝলকে
গুমা ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার সচেতনতা ও বৃক্ষরোপণ
94%


















