গুণীজনদিগকে বেঙ্গল এক্সসিলেন্স এওয়ার্ড-২০২২
অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দ্যোগে
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদনঃ সম্প্রতি, দমদম মিউনিসিপাল অডিটরিয়ামে বাংলার বিশিষ্ট গুণীজনদিগকে ‘বেঙ্গল এক্সসিলেন্স এওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়। আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচ্যার্য সৈকত মৈত্র এই এওয়ার্ড তুলে দেন। বিজ্ঞানী অর্চনকান্তি দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃগাঙ্ক ব্যানার্জ্জী, মার্শাল আর্ট কোচ মৌসুমী পাল, নবনীতা গিরি, ফুটবল জাগলার উত্তম দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হামিদা খান, বাংলাদেশের অভিনেতা ও প্রডিউসার শেখ শাহ আলম, ক্যামেরুন ফুটবলার মাহামোদু মেসি, স্বামী সত্যরুপানন্দ মহারাজ, বেডস-এর সাজাহান মন্ডল , অসীম বিশ্বাস, আলফাজ হোসেন , বাসুদেব সেন, ইউ এস এ প্রবাসী সমাজকর্মী প্রিয়া ইসলাম প্রমুখ প্রায় এক শ’ জ্ঞানী-গুনীরা এই পুরস্কারে ভূষিত হলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির চেয়ারম্যান আমিনুল ইসলাম ও সঞ্চালিকা মোনালিসা বেগম।





























