গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন যান চলাচলে ব্যহত টাকিতে
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ রাস্তার পাশে থাকা একটি বিশালাকার প্রাচীন গাছ আচমকা রাস্তার উপর উপড়ে পড়ে ঘটে বিপত্তি। দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যায় যান চলাচল এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার গভীর রাতে টাকি পালপাড়ায় ঘটনাটি ঘটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার অন্তর্গত টাকি পৌরসভার পালপাড়া এলাকা সংলগ্ন টাকি থুবার মোড় থেকে ইছামতী পর্যটন কেন্দ্রগামী রাস্তার পাশে থাকা একটি বিশালাকার প্রাচীন গাছ আচমকাই আড়াআড়িভাবে রাস্তার উপর পড়ায় ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে আচমকাই গাছটি উপড়ে পড়লে বিস্তীর্ণ এলাকা একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আড়াআড়িভাবে গাছটি পড়ায় শনিবার সকাল থেকে ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়লে ঘুরপথে শুরু হয় যান চলাচল। শনিবার সকালে শুরু হয় গাছ কাটার কাজ। রাস্তার উপর থেকে ওই বিশালাকার প্রাচীন গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। পাশাপাশি এদিন গাছ উপড়ে পড়ে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজে হাত লাগায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এদিন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। গাছ উপড়ে পড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর না থাকলেও বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় ও বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর।






























